নিয়মিতই দুই বাংলার সিনেমা দিয়ে আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত মাসের শুরুতেও নতুন সিনেমা ‘ওসিডি’ নিয়ে আলোচনার জন্ম দেন জয়া। সিনেমাটির একটি ঝলক নিজের ফেসবুকে প্রকাশ করে কৌতূহল বাড়িয়ে দেন ভক্তদের। যেখানে ‘কলঙ্ক’ মুছে দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অথচ দেশের চলমান সংকটে শোবিজ তারকারা নিজেদের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি রাজপথে নামলেও চুপ ছিলেন জয়া। তবে এবার সেই নীরবতাও ভাঙলে তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন জয়া আহসান।
তিনি লিখেছেন, ‘নৈরাশ্য আমাকে শূন্যতার দিকহীন সুড়ঙ্গে ছুঁড়ে দিয়েছে। এত মৃত্যু, এত কান্না আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত- ঘামের বাংলাদেশে বইবে কেমন করে। যে জীবন গেছে তা আর ফিরে আসবে না। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো তা অমোচনীয়।’
জয়া আরও লিখেছেন, ‘অবিশ্বাস অনাস্থা ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলবো কী আমরা! দিশাহীন আমি বোধহীন আমি হতাশায় নিমজ্জিত আমি নিশ্চিুপ সপ্তাহধিকাল! কী লিখবো? কী বলবো? কে শুনবে আমার কথা? সকল ঘৃণা ক্রোধ ধুয়ে-মুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়া। হত্যা, মৃত্যু, হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায় কান্নায় যুথবদ্ধ পথ চলি, দেশটা ফিরে পাই আমরা আমাদের মতো করে। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।’