ক্লাবের মালিক হচ্ছেন এমবাপ্পে

খেলা

গেল কয়েকদিন আগে স্বদেশী ক্লাব পিএসজি চেয়ে নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি জমান ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। সান্তিয়াগো বার্নাব্যুতে আনুষ্ঠানিকভাবে ৮০ দর্শক বরণ করে নিয়েছেন তাকে। শুধু মাঠের খেলায় থেকে থাকতে চান না এই তারকা ফুটবলার। এবার ক্লাব মালিক হিসেবে আত্মপ্রকাশ করেন ২৫ বছর বয়সী এই তারকা।

সেইসঙ্গে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ফুটবল ক্লাবের মালিক হওয়ার রেকর্ড গড়েন এমবাপ্পে। ফরাসি গণমাধ্যম গুলোর সূত্রে জানা যায়, ২০ মিলিয়ন ইউরোর বিনিময় ফ্রান্সের দ্বিতীয় শ্রেণীর ক্লাব কায়েনের ৮০ শতাংশ মালিক হচ্ছেন এই ফরাসি তারকা। বর্তমানে ক্লাবটির সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওয়াকট্রি। ক্লাবটির প্রতিষ্ঠিত হয় ১৯১৩ সালে।

এর আগে গেল মৌসুমে ফরাসি দ্বিতীয় লিগে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে ছিল কায়েন ক্লাবটি। ক্লাবটিতে খেলেছেন ফরাসি তারকা এনগোলো কন্তে। ক্লাবটিতে ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত খেলেছিলেন তিনি। শুধু কন্তে নয়, ক্লাবটিতে খেলার কথা ছিল এমবাপ্পের নিজেরও।

২০১৩ সালে ক্লাবটিতে খেলার প্রস্তাব পান এই মাদ্রিদ তারকা। তবে সেসময় ক্লাবটিতে যোগ না দিয়ে নাম লেখান মোনাকোর একাডেমিতে। সেখানেই খেলেন ২০১৭ সাল পর্যন্ত। এরপর লোনে পাড়ি জমান পিএসজিতে। এর পরের ইতিহাস তো সবারই জানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *