কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগ গ্লোবাল টি-টোয়েন্টিতে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করছেন বাংলাদেশের শরীফুল ইসলাম। একই সঙ্গে ধারাবাহিকতা ধরে রেখেছেন সাকিব আল হাসান ও।
বুধবার (৩১ জুলাই) আসরে সারে জাগুয়ার্সের বিপক্ষে নিজের সেরা বোলিং করে শরীফুল। ৪ ওভার বোলিং করে মাত্র ১১ রানে শিকার করেন ৩ উইকেট। এ ছাড়া ২১ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব। ব্রাম্পটনে দুজনের দুর্দান্ত বোলিংয়ে ৪ উইকেটর জয় পেয়েছে বাংলা টাইগার্স মিসিসাগার।
শরীফুল-সাকিবের বোলিংয়ে মার্কাস স্টয়নিস-সুনিল নারাইনের সারেকে মাত্র ১০১ রানে আটকে দেয় মিসিসাগার। তবে এ তুলতে সাকিবের দলকে খেলতে হয়েছে ১৯ ওভার পর্যন্ত। বল হাতে জ্বলে উঠলেও ব্যাট হাতে ব্যর্থ সাকিব। ৭ বলে করেন মাত্র ১ রান।
এবারের আসরে এ পর্যন্ত ৬টি করে উইকেট শিকার করেছেন শরীফুল ও সাকিব। এ জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে মিসিসাগার। সমান ৬ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে মন্ট্রিয়ল টাইগার্স।