আবারও বার্সায় ফিরছেন মেসি?

খেলা

বার্সেলোনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। এই ক্লাবের জার্সিতে জিতেছেন সম্ভাব্য সবগুলো শিরোপা। বনে যান কিংবদন্তি। ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন এই ক্লাবের হয়ে। তবে ২০২১ সালে আর্থিক দৈন্যতার কারণে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ক্লাব কর্তৃপক্ষ।

নিশ্চিত বুঝতে পেরে গেছেন কার কথা বলা হচ্ছে। তিনি লিওনেল মেসি। ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড়কে যথাযথভাবে বিদায় দিতে না পারার আক্ষেপ রয়েছে অনেক বার্সা সমর্থকের। তাদের জন্য রয়েছে সুখবর। গুঞ্জন উঠেছে আবারও বার্সায় ফিরবেন মেসি।

তবে সেটা ক্লাব জার্সিতে খেলতে নয়। ক্যাম্প ন্যুতে বার্সেলোনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে আলোচনা চলছে। মূলত আর্জেন্টাইন কিংবদন্তি বিদায়ী সম্মাননা জানাতে এই ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২১ সালে অনেকটা অপ্রত্যাশিতভাবে পিএসজিতে যোগ দেন মেসি। তখন বিশ্বজুড়ে ছিল করোনা মহামারি প্রকোপ। তাই তার বিদায়টা হয় সাদামাটা। তবে এবার আর্জেন্টাইন কিংবদন্তিকে আনুষ্ঠানিক বিদায় জানানোর পরিকল্পনা করছে বার্সেলোনা।

তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বার্সা। একই সঙ্গে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা রয়েছে ক্যাম্প ন্যুতে। বর্তমানে চলছে সংস্কারকাজ। ৫০ শতাংশ আসন নিয়ে চলতি মৌসুমে ক্যাম্প ন্যুতে ফেরার কথা বার্সার।

আর ফেরাটাকে আরও স্মরণীয় করে রাখতে চায় বার্সেলোনা। নতুন করে ক্যাম্প ন্যুতে ফেরার উপলক্ষে মেসিকে আনুষ্ঠানিক বিদায় জানানোর পরিকল্পনা করছে বার্সা। ২০২৪ সালের শেষ দিকে অথবা ২০২৫ সালের শুরুর দিকে এ প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে।

গত স্প্যানিশ গণমাধ্যম মুন্দো ডিপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টার মায়ামির ব্যবস্থাপনা পরিচালক হ্যাভিয়ের আসেন্সিকে এ বিষয়ে জিজ্ঞাস করা হলে, সেই সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি। তিনি বলেন, ‘আমি মেসিকে নতুন ক্যাম্প ন্যু’র উদ্বোধনের সময় কল্পনা করতে পারি সেটা! যদিও সেটা নির্ভর করছে তার ওপর। আমরা এ বিষয়ে কথা বলব।’

এ সময় তিনি আরও বলেন, ‘লিও, জর্দি আলবা, সার্জিও বুস্কেটস ও লুইস সুয়ারেজের মতো চার খেলোয়াড়কে এখানে (ইন্টার মায়ামি) পেয়ে আমি খুব খুশি। তাদের চারজনকে এক সঙ্গে মাঠে উপভোগ করা আমার জন্য সৌভাগ্যের। আমি জানি না মানুষ কীভাবে এটাকে নেবে। তবে বার্সার মাঠে আমাদের জন্য এটি একটি বিশেষ সুযোগ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *