কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে মাত্র ১ মিনিট ৫০ সেকেন্ডের একটি গান গেয়ে সবাইকে কাঁদালো এসময়ের সঙ্গীতশিল্পী পারসা মাহজাবীন পূর্ণী। ২৮ জুলাই (শনিবার দিবাগত রাতে) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি গানের ভিডিও প্রকাশ করেন। যেখানে উকুলেলে বাজিয়ে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা নিয়ে গান গাইতে দেখা গেছে তাকে।
গানের শুরুটা ছিল, ভুলে যাই আমি ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি, কীভাবে মানুষ মরেছে অকালে কীভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কীভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে, তুমি ভুলে যাও আবু সাঈদের বিশ্বাসে ভরা বুকটাকে। জাতি ভুলে যাক, কালো রাত আর স্মরণ করুক রেলটাকে..।
গানের ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে এই শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকেই গানটি দেখেছে প্রায় ৪০ হাজার শেয়ার হয়েছে। যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন তারকারাও রয়েছেন। পারশার গানে কাঁদছে মানুষ, বাহবা দিচ্ছেন সবাই।
মাত্র ১০ মিনিটে গানটি নিজেই লিখেছেন বলে জানিয়েছেন পারসা। তবে ভিউ কিংবা ভাইরালের চিন্তা করে নয়, প্রতিবাদ স্বরূপ ‘চলো ভুলে যাই’ শিরোনামের এই গানটি কণ্ঠে তুলেছেন বলে জানান।
পারশা বলেন, এতটা সাড়া পাব কল্পনাও করিনি। প্রথম দিনই গানের ভিউ ৩ মিলিয়ন অতিক্রম করে। সবাই গানটি ইতিবাচকভাবে নিয়েছে। আমাদের এ প্রজন্মের প্রতি সবার একটা বিতৃষ্ণা চলে এসেছিল।
বড় বড় তারকারা যখন চুপ সেই জায়গা থেকে আমার গানে সবাই বেশ খুশি। সবাই গানের প্রত্যেকটা লাইন রিলেট করেছে এবং কেঁদেছে। আরেকটা জিনিস ভালো লেগেছে অনেকেই আমাকে ফারজানা ওয়াহিদ সায়ান আর কবীর সুমনের উত্তরসূরী বলছে। এটি ছোট্ট জীবনে অনেক বড় প্রাপ্তি।
ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, যেভাবে ছিলাম ঠিক সেভাবেই ভিডিওটি ধারণ করা। পরিকল্পনা করে আসলে গানটি করা হয়নি। ছোট আয়োজনে করা। ভিউয়ের জন্য করিনি। একেক জনের প্রতিবাদের ভাষা একেক রকমের। আমি আমার প্রতিবাদ গানে গানে প্রকাশ করেছি। শারীরিক অসুস্থতার জন্য রাস্তায় নামতে পারিনি।
কিন্তু বসে থাকার তো সুযোগ নেই। সব শ্রেণির মানুষের প্রতিবাদ করা উচিত। যুদ্ধের সময় যেভাবে সবাই ঝাঁপিয়ে পড়েছিল এখন ঠিক সেভাবেই পড়া উচিত। প্রতিবাদের বিভিন্ন ভাষা থাকে। আমি গানের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনে রয়েছি।
এদিকে, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পারসার এই গান শেয়ার করে লেখেন, এটা সম্পূর্ণ ভিন্ন প্রজন্ম! এই প্রজন্মের বিবর্তন দেখে গর্বিত! শ্রদ্ধা ও ভালোবাসা নেবে।
ফারুকী ছাড়াও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, মারিয়া নূর ও নির্মাতা ভিকি জাহেদ প্রমুখ গানটি শেয়ার করেছেন।
কোটা সংস্কার দাবির আন্দোলন ঘিরে হতাহত হয়েছে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ। তার মধ্যে দেশজুড়ে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। জনজীবনে যখন কিছুটা স্বস্তির দেখা ঠিক তখনই ফের আন্দোলনে সরব শিক্ষার্থীরা।