রিয়ালে এন্দ্রিকের অধ্যায় কেমন হবে?

খেলা

এন্দ্রিক ফেলিপে। ব্রাজিলের এই বিস্ময় বালক গেল সপ্তাহে ২১৮ বছরে পা দিয়েছেন। স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ তাকে কিছুদিন আগেই বরণ করে নিয়েছে। এবার মাঠে নামার অপেক্ষা।

খুব শিগগিরই তাকে দেখা যাবে সাদা জার্সিতে। তার আগে এই ফুটবলার কতটুকু সফল হতে পারেন সান্তিয়াগো বার্নাব্যুতে, সেই প্রশ্ন উঁকি দিচ্ছে সকলের মনে। অবশ্য তাকে নিয়ে এমন প্রশ্ন অবশ্য আসত না, সদ্য শেষ হওয়া কোপা আমেরিকায় এন্দ্রিকের ব্যর্থতা এমন প্রশ্নের জন্ম দিয়েছে।

এন্দ্রিক ইতিমধ্যেই দুই বারের ব্রাজিলিয়ান লিগ বিজয়ী এবং ব্রাজিল জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়। কোপা আমেরিকাতে সেলেসাওদের সঙ্গে ছিলেন তিনি। তবে কাজের কাজটি করতে পারেননি । গেল মার্চে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ড ও স্পেনের বিরুদ্ধে যে ফুটবল দিয়ে বিশ্বকে মুগ্ধ করেছিলেন, সেটি ছিল না কোপায়।

উরুগুয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলেও নিজেকে মেলে ধরতে পারেননি। পরে টাইব্রেকার তার দল হেরে বিদায় নিয়েছিল। কিন্তু এই তরুণে মেতেছিল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম। তিনি গোল করে ঐতিহাসিক স্টেডিয়ামটির সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে নাম লেখিয়েছিলেন। তার ছাপ পড়েনি সবশেষ কোপা আমেরিকায়। তবে রিয়ালে ‘রিয়াল হিরো’ হওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন তরুণ এই তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *