‘নতুন করে শুটিংয়ে ফিরছি’

বিনোদন

সিনেমাতে অভিনয়ের ইচ্ছে সবার মতো আমারও আছে। সম্প্রতি অনুদানের একটি সিনেমার প্রস্তাব পেয়েছি। কিন্তু যেমন কাজ দিয়ে শুরু করতে চাই তেমনটা পাচ্ছি না। ভবিষ্যতে যদি পছন্দের মতো গল্প পাই, পছন্দের মতো চরিত্র পাই তাহলে সিনেমা নিয়ে ভাবব।’

চলচ্চিত্রে আপনাকে কবে দেখা যাবে? এমন প্রশ্নে কথাগুলো বলেন। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ৬ বছরের ক্যারিয়ারে এরইমধ্যে শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি ইন্ডাস্ট্রিতে তৈরি করেছেন নিজের শক্ত অবস্থান তবে অন্যান্য অভিনেত্রীর মতো নিজেকে জুটি প্রথায় আটকে রাখেননি তিনি।

এরইমধ্যে জুটি বেঁধেছেন অপূর্ব, জোভান, ফারহান থেকে শুরু করে অনেক জনপ্রিয় অভিনেতার সঙ্গে। তবে নিয়মিত অভিনয় নিয়ে ব্যস্ত থাকা এই অভিনেত্রী অন্য তারকাদের মতোই দেশের চলমান পরিস্থিতির কারণে শুটিং করছেন না। হাতে থাকা ৩টি নাটকের শুটিং বাতিল করেছেন তিনি। তবে শঙ্কা কাটিয়ে শুটিংয়ে ফিরতে যাচ্ছেন তিনি।

আজ থেকে আবারও পুরোনো রূপে ফিরতে চান কেয়া। তিনি বলেন, ‘এই কয়েকদিন পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছি। অনেকদিন পর পরিবারকে প্রচুর সময় দেওয়া হলো। সংকটের কারণে বেশ কিছুদিন শুটিং ছিল না। তবে ঘরবন্দি জীবন আর কতদিন। তাই নতুন করে শুটিংয়ে ফিরছি। পরপর দুটি নাটকের শুটিং করব। আশা করছি নাটক দুটির শুটিং ভালোভাবে করতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *