আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরবর্তী বোর্ড সভা রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে। একইসঙ্গে এই সভায় কাউন্সিলের নির্বাচন হওয়ারও জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
সর্বশেষ ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আইসিসির বোর্ড সভা হয়েছিল ঢাকায়। এর ১০ বছর পর আগামী অক্টোবরে ফের আইসিসির গুরুত্বপূর্ণ সভার আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ।
শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবি সভাপতি জানিয়েছেন, আইসিসির বর্তমান কমিটির সর্বশেষ সভা হবে এটি। সভায় মূল আলোচ্য বিষয় হবে আইসিসি নির্বাচন, আর্থিক কাঠামো ও ভবিষ্যৎ সফর পরিকল্পনা।
নাজমুল হাসান বলেন, ‘আইসিসির পরের বোর্ড মিটিং ঢাকায় হবে। এখানে নির্বাচনটাও হওয়ার কথা।
সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোয় আইসিসির সর্বশেষ বোর্ড সভা হয়েছিল। সেখানে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নানা আলোচনা হয়েছে।
নির্বাচনের বিষয়ে পাপন বলেন, ‘নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। অক্টোবরে বর্তমানে যিনি চেয়ারম্যানের শেষ বোর্ড সভা হবে। আমাদের নির্বাচনী ইশতেহার দিয়ে দেওয়ার কথা। এটা এর মধ্যেই হয়ে যাওয়ার কথা।’
ঢাকার এই সভা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেকও গুরুত্বপূর্ণ। কারণ, এখানে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসতে পারে। নতুন কমিটিতে এমনটা হওয়াও স্বাভাবিক।
পাপন বলেন, ‘আইসিসির বর্তমান কমিটির এখন যেহেতু শেষ টার্ম, কিছু জটিল সিদ্ধান্ত আছে। যেটার ওপর নির্ভর করবে অনেক কিছু। এখন যা পাস হচ্ছে, তা কিন্তু আট বছর চলবে। কে কত টাকা পাবে, খেলা কী হবে, এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমি এখন শুধু আইসিসি ও এসিসি নিয়েই আমার সময়টা ব্যয় করছি। যেন ভবিষ্যতে (বিসিবি সভাপতি পদে) যে-ই আসুক, আইসিসি ও এসিসি নিয়ে কোনো সমস্যায় না পড়েন।’