ডাম্বুলায় গতকাল ভারতকে হারিয়ে প্রথমবার নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলঙ্কা। পাঁচবার ফাইনালে উঠলেও কখনো ট্রফি জেতা হয়নি লঙ্কানদের। এদিন আগে ব্যাটিং নিয়ে ৬ উইকেটে ১৬৫ রান করে ভারত। লক্ষ্যটা ৮ উইকেট ও ৮ বল হাতে রেখে তাড়া করে ফেলে শ্রীলঙ্কা।
হারশিথা সামারাবিক্রমা ৬৯* ও অধিনায়ক চামারি আতাপাত্তু ৬১ রান করেন ক্রিকবাজ।