ব্রাজিলের বিস্ময়বালক এনদ্রিক দীর্ঘ অপেক্ষা শেষে পালমেইরাস থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। শুক্রবার (২৬ জুলাই) সান্তিয়াগো বার্নাব্যুতে দর্শকদের সামনে এনদ্রিককে পরিচয় করিয়ে দেয় রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
রিয়ালের সাথে এনদ্রিকের চুক্তি হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে। তবে বয়সের মারপেচে এতদিন রিয়ালে যোগ দিতে পারেননি তিনি। ২১ জুলাই ১৮ বছর পূর্ণ হয়েছে তার। আর তাতেই এনদ্রিক যোগ দিলেন তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে।
রিয়াল মাদ্রিদ কতৃপক্ষ এ দিন সান্তিয়াগো বার্নাব্যুতে পরিচয় করিয়ে দেন এনদ্রিককে। এ সময় আবেগে রিয়ালের লোগোতে চুমু খেয়েছেন, বল লাথি মেরে দর্শকদের মধ্যে পাঠিয়েছেন এবং প্রতিক্রিয়া জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন।
এনদ্রিক বলেন, ‘আমি ছোটবেলা থেকেই রিয়াল মাদ্রিদের ভক্ত। এখন আমি আমার স্বপ্নের ক্লাবের খেলোয়াড়। দীর্ঘ অপেক্ষার পর আজ আমার স্বপ্ন পূরণ হলো।’
রিয়ালের সঙ্গে ৬ বছরের চুক্তি হয়েছে এনদ্রিকের।
গত বছরের নভেম্বরে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয়ে ছিলেন গেল কোপা আমেরিকায় ছিলেন ব্রাজিল স্কোয়াডে।