বৃষ্টি বাগড়ার পর শুরু হয়েছে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। বৃষ্টির পর ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়েছে ভারত। প্রথম ওভারে ৮ রান তোলার পর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি থামার পর আবারও ব্যাট করতে নেমে জোড়া উইকেট হারিয়ে ধুঁকছে ভারত।
টস হেরে ব্যাট করতে নেমে শাহিন আফ্রিদিকে ছক্কা হাঁকিয়ে রানের খাতা খোলেন রোহিত শর্মা। প্রথম ওভারে ৮ রান সংগ্রহ করে ভারত। এরপর বৃষ্টির কারণে বেশ কিছু সময় খেলা বন্ধ থাকে। বৃষ্টি থামার পর ব্যাট করতে নেমে পাক পেসারদের তোপের মুখে পরে ভারত।
ইনিংসের দ্বিতীয় ওভারে বিরাট কোহলি সাজঘরে ফেরান পাক পেসার নাসিম শাহ। দলীয় ১২ রানে ৩ বলে ৪ রান করে আউট হন কোহলি।
এরপর ইনিংসের তৃতীয় ওভারে রোহিতকে করে আউট করে পাকিস্তানকে দ্বিতীয় সাফল্য এনে দেন শাহিন আফ্রিদি। দলীয় ১৯ রানে ১২ বলে ১৩ রান করে সাজঘরে ফিরে যান তিনি।
এই দুই ওপেনারের বিদায়ের পর অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন রিশভ পন্থ। ৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করেছে ভারত।