ঢাকার সঙ্গে সব জেলার যোগাযোগ বন্ধ, টার্মিনাল থেকে ছাড়ছে না কোনো বাস

বাংলাদেশ

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র‍্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে’ বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন- হাসপাতাল, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি সেবা ছাড়া এই কর্মসূচি চলাকালে সব কিছু বন্ধ থাকবে।

গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে গেলে বাসের স্টাফ ও কর্মচারীরা জানান, মালিকরা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া টার্মিনালে যাত্রীর সংখ্যা খুব কম থাকায় বাস কোথাও ছেড়ে যায়নি।

সকালে এ দুই বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রী না থাকায় টার্মিনালের প্রায় সব টিকিট কাউন্টার ফাঁকা। টার্মিনালের অনেক বাস কাউন্টার বন্ধ দেখা গেছে। সারি সারি দাঁড়িয়ে আছে বাসগুলো।

স্টাফরা জানান, সকাল থেকে একজন যাত্রীও টিকিট কিনতে আসেননি।

তবে সকালে রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ড থেকে কয়েকটি বাস ঢাকার আশেপাশে ছেড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *