জোলানির মাথার বিনিময়ে ১ কোটি ডলারের পুরস্কার বাতিল

বিশ্ব

ডেস্ক রিপোর্ট : সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আহমেদ আল-শারা ওরফে আবু মুহাম্মদ আল-জোলানিকে নিয়ে নতুন বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। জোলানির মাথার ওপর যে ১ কোটি ডলারের পুরস্কারের ঘোষণা করা হয়েছিল- যুক্তরাষ্ট্র তা তুলে নিয়েছে। খবর আল জাজিরার। 

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে বৈঠকের জন্য দামেস্কে গেছেন মার্কিন প্রতিনিধিদল। সেখানে সিরিয়ার নতুন নেতার সঙ্গে বৈঠকের পরেই এমন ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা বার্বারা লিফ।

লিফ বলেন, শুক্রবার (২০ ডিসেম্বর) সিরিয়ার নেতাদের সঙ্গে আলোচনার সময় ভালো বার্তা পাওয়া গেছে। এরপরেই জোলানির মাথার ওপর ১ কোটি ডলারের যে পুরস্কার তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

এ ছাড়া আলোচনায় সিরিয়ার কোনো গোষ্ঠী যেন বহির্বিশ্বের জন্য হুমকি না হয়ে উঠতে পারে- এ বিষয়ে জোর দেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

এইচটিএসের আন্দোলন ও আক্রমণের নেতৃত্বে গত ৮ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটে। মাত্র ১২ দিনের ঝড়ো আক্রমণে আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান।

আল জাজিরা জানিয়েছে, গত সপ্তাহে এইচটিএসের সঙ্গে সরাসরি যোগাযোগের কথা স্বীকার করে যুক্তরাষ্ট্র। এরপরেই সেখানের নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য সিরিয়ায় যায় মার্কিন প্রতিনিধিদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *