ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জ্বালানি ও তেল স্থাপনা ছাড়াও ইয়েমেনের একটি বন্দরে ইসরায়েলি বাহিনী হামলার দাবি করেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভিতে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দর নগর হোদেইদাহে বৃহস্পতিবার ভোরে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েল। সানায় দুইটি কেন্দ্রীয় জ্বালানি স্থাপনা এবং হোদেইদাহে একটি তেল স্থাপনায় লক্ষ্য করে হামলা হয়েছে।
তবে এসব হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইয়েমেন। এদিকে ইসরায়েলি বাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, হুতি গোষ্ঠীর সামরিক উদ্দেশে ব্যবহৃত স্থাপনায় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইসরায়েলকে লক্ষ্য করে হুতি গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্রের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি বাহিনী ইয়েমেনে পাল্টা এই আক্রমণ চালালো। গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে।
এই যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত এই হুতি গোষ্ঠী অন্তত ১০০টি পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। সেইসঙ্গে ইসরায়েলও হামলা চালাচ্ছে।