তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে দু’দল। ক্রিকেটের সংক্ষিপ্ত সিরিজের সবকটি ম্যাচই হবে সেন্ট ভিনসেন্টে। যেখানে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে।
বিশ্বকাপে এই ভেন্যুতে দেখা গিয়েছিল রানখরা। তবে এবারের উইকেট ভিন্ন হবে বলে মনে করছেন টাইগার অধিনায়ক লিটন দাস। বিসিবির প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, ‘বিশ্বকাপে যে উইকেট ছিলো আর এখন যে উইকেট আছে তারমধ্যে একটু তফাৎ আছে। গতকাল যখন অনুশীলন করেছি মনে হয়েছে উইকেটটা একইরকম না। তারা হয়তো ভিন্নভাবে বানিয়েছে।’
ওয়ানডে সিরিজে ধবলধোলাই হলেও টি-টোয়েন্টি সিরিজ জয়ের পরিকল্পনা করছেন লিটন। তিনি আরও বলেন, ‘সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, একটু কঠিনই হবে। চেষ্টা করব এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য।’
সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর ১৮ ও ২০ ডিসেম্বর বাকী দুটি ম্যাচে মাঠে নামবে এই দু’দল।