দূষিত শহরের তালিকায় বিশ্বে দ্বিতীয় ঢাকা

বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : প্রতিদিনই কোনো না কোনো কারণে বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। আজ সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বের ১২৬টি দূষিত শহরের মধ্যে দ্বিতীয় ঢাকা। এ সময় ঢাকার স্কোর ছিল ২৫৮। এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আজ ৩২৩ স্কোর নিয়ে বিশ্বে সবচেয়ে দূষিত শহরের তালিকায় আছে পাকিস্তানের লাহোর। তৃতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি।

ঢাকার বায়ুর আজ যে মান, তা যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন স্থানে দূষণ বেশি, এর মধ্যে আছে ইস্টার্ন হাউজিং-২ (৩০৪), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৯৩) ও কল্যাণপুর (২৭৯)।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *