ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে কোটা আন্দোলনকে ঘিরে হওয়া হামলার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে সিন্ডিকেট। শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। তবে এই বিবৃতি প্রত্যাখ্যান করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
বুধবার দুপুর দেড়টা থেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা “ক্যাম্পাস আমার বাড়িঘর, ক্যাম্পাস আমরা ছাড়বো না”, “ক্যাম্পাসে রক্ত ঝরে, প্রশাসন কী করে” ইত্যাদি স্লোগান দেয়।
শিক্ষার্থীরা বলেন, আমরা ক্যাম্পাসে একটা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছিলাম কিন্তু আমাদের বহিরাগত এনে নির্যাতন করা হয়েছে। আমরা যখন বিভিন্ন হল থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদের তাড়িয়ে দিয়ে ক্যাম্পাসকে অপশক্তিমুক্ত করেছি তখনই আমাদের হল ছাড়তে বলা হচ্ছে। এই ক্যাম্পাস আমাদের বাড়িঘর আমরা কোথাও যাবো না। সিন্ডিকেটের বিবৃতি আমরা প্রত্যাখ্যান করছি। ভিসি স্যারকে এই বিবৃতি প্রত্যাখ্যান করতেই হবে।