সমন্বয়কদের গাড়িতে হামলা: ২ ছিনতাইকারী গ্রেপ্তার

বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ঢালে হামলা ও দুর্বৃত্তদের কবলে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আট সমন্বয়ক। এ ঘটনায় জড়িত অভিযোগে স্থানীয় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে ঘটনাস্থলের নিকটবর্তী এলাকা উপজেলার আষাড়িয়ার চর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- বিল্লাল ও মোবারক। তারা ওই এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১০) দুপুরে গ্রেফতারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী।

ওসি বলেন, ঘটনার পর জেলা পুলিসহ সুপার স্যারের নির্দেশে আমরা ফোর্স নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং কেন্দ্রীয় সমন্বয়কদের নিরাপত্তার ব্যবস্থা করি। এসআই স্যারের দিক নির্দেশনা অনুযায়ী আমরা ওই রাত থেকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

এরই ধারাবাহিকতায় চব্বিশ ঘণ্টার মধ্যেই আমরা আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত অভিযোগে বিল্লাল ও মোবারক নামে দুজনকে গ্রেপ্তার করেছি।

ওসি মোহাম্মদ আবদুল বারী আরও বলেন, গ্রেপ্তাররা স্থানীয় পেশাদার ছিনতাইকারী। তাদের দুজনের নামেই ৪-৫টি করে ছিনতাই মামলা রয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। ঘটনায় জড়িত অন্যান্যদের  গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করি অচিরেই সমন্বয়কদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হবো।

এর আগে গত রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ঢালে হামলা ও দুর্বৃত্তদের কবলে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আট সমন্বয়ক।

ওইদিন রাত একটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলের নেতৃত্বে তিন নারী সমন্বয়কসহ ৮ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা থেকে ভাড়া করা একটি মাইক্রোবাসে চড়ে বান্দরবানের লামার উদ্দেশ্যে রওনা দেন।

রাত দুইটায় তাদের গাড়িটি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর ঢালে পৌঁছালে তারা দুর্বৃত্তদের কবলে পড়েন। এসময় মুখোশধারী দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের গাড়ি রোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে মাইক্রোবাসের বাম পাশের জানালার কাঁচ ভেঙে দেয়। গাড়ির ভেতরে থাকা সমন্বয়কদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দশ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পর পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ফেসবুক লাইভে ভিডিওসহ বিস্তারিত বর্ণনা দিয়ে ঘটনা প্রকাশ করেন।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সমন্বয়কদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ মাইক্রোবাসটি জব্দ করে। তবে পুলিশ পৌঁছার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে পুলিশের সহায়তায় সমন্বয়কদের ৩ নারী সদস্য ঢাকায় ফিরে যান এবং অপর ৫ জন আরেকটি মাইক্রোবাস ভাড়া করে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *