ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের কেন্দ্রে তেল আবিবে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে তারা এই হামলা চালিয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সোমবার এক বিবৃতিতে হুতি বলেছে, আমাদের বাহিনী শত্রুপক্ষ ইসরায়েলের একটি স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এদিকে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, একটি ড্রোন ইয়াভনে শহরের একটি ভবনে আঘাত হেনেছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করতে কেন ব্যর্থ হলো তা নিয়ে তদন্ত চলছে।
হুতি গোষ্ঠী জানিয়েছে, এই অভিযানে তাদের উদ্দেশ্য হাসিল হয়েছে। তবে এর বেশি কিছু বলেনি গোষ্ঠীটি। ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হামলার কারণে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
হুতির পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর গণহত্যার জবাবে এই হামলা।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেইসঙ্গে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।
আল জাজিরা বলছে, ইয়েমেনের বেশিভাগ এলাকা নিয়ন্ত্রণ করে হুতি গোষ্ঠী। দেশটির রাজধানী সানাও তাদের দখলে। ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী অঙ্গীকার করেছে যে গাজায় ইসরায়েল যুদ্ধ বন্ধ না করলে তারা হামলা চালিয়ে যাবে।
হিজবুল্লাহ গোষ্ঠীর মতো হুতি গোষ্ঠীও ইরান সমর্থিত।