দামস্কে আতঙ্কে সিরিয়ানরা

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের মাধ্যমে রোববার (৮ ডিসেম্বর) সিরিয়ায় ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান ঘটেছে। সিরিয়ায় আসাদ পরিবারের শাসন শুরু হয়েছিল সত্তরের দশকের শুরু থেকে। বাবার পর গত ২৪ বছর ধরে সিরিয়া শাসন করছিলেন আসাদ। 

আসাদের পতনের পর গতকাল সিরিয়াজুড়ে উদযাপন শুরু হয়। শুধু সিরিয়া নয় তুরস্ক, জর্ডান, লেবাননসহ বিভিন্ন দেশে থাকা সিরিয়ানরা আসাদের পতনে উল্লাস করছেন। তবে তাদের খুশির মাঝে এখন চাপা আতঙ্ক দেখা দিয়েছে।

রেডক্রসের (আইসিআরসি) একজন সদস্য বলেছেন,  সোমবার সকালে দামেস্কের রাস্তা জনশূন্য এবং দোকানগুলোও সব বন্ধ। সিরিয়ানরা এখন তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।

দামেস্ক থেকে সুহাইর জাকাউত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের রেডিও নিউজডে প্রোগ্রামকে বলেছেন, বেসামরিকদের মাথায় এখন প্রশ্ন যে পরবর্তীতে কী ঘটতে যাচ্ছে। তিনি আরও বলেছেন, লোকেরা ভয়ের মধ্যে আছে। তারা কী তাদের স্বাভাবিক জীবন ফিরে পাবেন? তাদের বাচ্চারা কী আগামীকাল স্কুলে যেতে পারবে।

এদিকে এরই মধ্যে সিরিয়ার ভূখণ্ড দখল করতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোলান মালভূমির একটি বাফারজোন দখলে নিতে তার বাহিনীকে নির্দেশ দেন।

এ ছাড়া ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটস বলেছেন, অধিকৃত গোলান মালভূমিতে বাফার জোনে ‘অতিরিক্ত পয়েন্ট’ দখল করছে ইসরায়েলি বাহিনী। কাটসের বরাত দিয়ে ইয়েনেট নিউজ বলছে, রোববার রাতে ইসরায়েলি বাহিনীকে অবিলম্বে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন কাটস। এবং ইসরায়েলি বাহিনী বাফারজোনে অতিরিক্ত পয়েন্ট দখল করছে।

অন্যদিকে গতকাল সিরিয়ায় আইএসের স্থাপনা লক্ষ্য করে ৭০টির বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *