শিশু সন্তানসহ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

বাংলাদেশ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে আট মাসের শিশু সন্তানকে  নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক মা। পরে তাদের জীবিত উদ্ধার করা গেলেও আশঙ্কাজনক অবস্থায় মাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর সাতকামাইর এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুরের জয়দেবপুর জংশন রেল স্টেশনের রেল পুলিশের সাব-ইন্সপেক্টর সেতাবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটি সুস্থ আছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, আহত মায়ের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। শিশুকন্যার বয়স ৭-৮ মাসের মতো।

শ্রীপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, আহত মায়ের অবস্থা আশঙ্কাজনক। তার একটি পা ভেঙে গেছে। হাসপাতালে নেওয়ার সময় নাক-কান দিয়ে অনবরত রক্ত পড়ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *