নিজস্ব প্রতিবেদক : স্থানীয় পর্যায়ে আইএসপিদের কাছ থেকে ক্যাশ সার্ভার উঠিয়ে নেয়ার আদেশ বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে এখন থেকে আইআইজি’দের পাশাপাশি গাইডলাইন ও লাইসেন্স নীতিমালা মেনে সকল মোবাইল অপারেটর, আইএসপি এবং নিক্স পর্যায়ে সার্ভার স্থাপনে কোনো বাধা থাকলো না।
ইন্টারনেটের গতি বাড়ানোর লক্ষ্যে সোমবার কমিশনের উপপরিচালক এস এম গোলাম সারোয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ থেকে জানাগেছে, ক্যাশ সার্ভার স্থাপনের আগে অপারেটরদের সর্ভার প্রদানকারী ও সরবরাহকারী সংস্থার সাথে সম্পাদিত চুক্তিপত্র, সংখ্যা, ব্র্যান্ড, মডেল নম্বর ও ক্যাপাসিটি; অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সহ স্থাপনের ঠিকানা এবং প্রদানকারী প্রতিষ্ঠানের সম্মতি ও অনুমোদন সংক্রান্ত ই-মেইল কপি জমা দিতে হবে।
একইসঙ্গে ক্যাশ সার্ভার আমদানির জন্য আগেই বিটিআরসি থেকে অনাপত্তি পত্র সংগ্রহ করতে হবে। স্থাপনের পর সার্ভারের আইপি ঠিকানা, এএসন এবং ডাটা ইনফরমেশন সিস্টেম (ডিআইএস) সংশ্লিষ তথ্য কমিশনে দাখিল করতে হবে। সার্ভার প্রতিস্থাপন, স্থানান্তর ও আপগ্রেডেশনের ক্ষেত্রে পূবানুমতি লাগবে।
এই সিদ্ধান্ত-কে স্বাগত জানিয়েছেন আইআইজিএব।