ময়মনসিংহে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে পুলিশি নিরাপত্তা জোরদার

বাংলাদেশ

ময়মনসিংহের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা জোরদারে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারত-বাংলাদেশের চলমান পরিস্থিতিতে মঙ্গলবার সকাল থেকে ভিসা সেন্টারটির নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়।

সরেজমিনে দেখা যায়, সেখানে নিরাপত্তায় রয়েছেন পুলিশের সদস্যরা। ভিসা আবেদন কেন্দ্রটির কলাপসিবল গেটে তালা ঝুলছিল। সেখানে নোটিশ টানানো রয়েছে। তাতে লেখা, ‘শুধু পাসপোর্ট বিতরণ করা হচ্ছে। বিতরণের সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।’

দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক জয়নাল আবেদিন বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজর রাখছেন। এখানে কোনো অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা তাঁদের নেই। ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) আজিজুল ইসলাম বলেন, যতটুকু সম্ভব বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে সার্বক্ষণিক কিছু পুলিশ রাখা হয়েছে।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) আজিজুল ইসলাম বলেন, যতটুকু সম্ভব বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে সার্বক্ষণিক কিছু পুলিশ রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *