কুড়িগ্রামে বিএনপির দুই গ্রুপের সমাবেশ, ১৪৪ ধারা জারি

বাংলাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আমদানি-রফতানিকারক সমিতির কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপ পাল্টাপাল্টি সভা-সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির দুই গ্রুপ একই সময়, একই স্থানে কমিটি গঠন নিয়ে পাল্টাপাল্টি সভা-সমাবেশ ডেকেছে। এতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আদেশ আজ সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানান ওই ইউএনও।

উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় বিএনপির দুই গ্রুপ সভা-সমাবেশ আহ্বান করায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় সমগ্র ভূরুঙ্গামারী এলাকায় সব প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও  লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন করা যাবে না। 

এ ছাড়া যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *