নিজস্ব প্রতিবেদক
প্রায় অর্ধযুগ ধরে দেশের শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে কাজ করে যাচ্ছে শিক্ষা বিষয়ক বেসরকারি উন্নয়ন ও গবেষণা সংস্থা ফাউন্ডেশন অব এডুকেশনাল ট্রান্সপারেন্সি (এফইটি)। তারই ধারাবাহিকতায় এবার শুরু হয়েছে এফইটি আয়োজিত দেশব্যাপী ‘সহস্র প্রতিষ্ঠানে শিক্ষা উৎসব’। এই কর্মসূচির আওতায় দেশব্যাপী বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বাছাইকৃত এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বয়সভিত্তিক বইমেলা, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী প্রদর্শন ও বিক্রি, শিক্ষার্থীদের জন্য কুইজ ও গল্প লেখার প্রতিযোগিতা, স্থানীয় শিক্ষক ও শিক্ষাবিদগণের অংশগ্রহণে সেমিনার-সিম্পোজিয়ামসহ নানা ধরনের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সরকারি-বেসরকারি সকল পর্যায়ের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সকল ধরনের প্রতিষ্ঠানকে কর্মসূচির আওতায় রাখা হয়েছে বলেও আয়োজকরা জানান।
গত ৭ অক্টোবর রাজধানীর সেন্ট জোসেফ হাই স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী এই উৎসব আয়োজনের মধ্য দিয়ে ‘সহস্র প্রতিষ্ঠানে শিক্ষা উৎসব’ কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর একে একে ১৭ ও ১৮ নভেম্বর শরীয়তপুরের জাজিরায় দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাই স্কুল এন্ড কলেজে, ১৯ থেকে ২১ নভেম্বর সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ে, ২০ ও ২১ নভেম্বর জাজিরা কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে, ১৮ ও ১৯ নভেম্বর জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজে, ১৯ ও ২০ নভেম্বর জাজিরা ব্রাইট স্টার স্কুল এন্ড কলেজে এবং ২০ ও ২১ নভেম্বর জাজিরা হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উৎসব অনুষ্ঠিত হয়।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষা উৎসবে শিক্ষক-শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। শিশুরা সুলভে মানসম্মত বই হাতের কাছে পেয়ে উল্লাসে মেতে ওঠে। বয়সভিত্তিক সৃজনশীল গ্রন্থের ওপর বিশেষ ছাড় থাকায় দলে দলে শিক্ষার্থীদের বই কিনতে দেখা গেছে। পাশাপাশি বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের জন্য আয়োজিত কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রতিটি প্রতিষ্ঠানেই শিক্ষা উৎসবের শুরুতে স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/অধ্যক্ষ ও সিনিয়র শিক্ষকদের অংশগ্রহণে একটি সেমিনারের আয়োজন ছিল, যেখানে শিক্ষকগণ বইপড়ার গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
‘সহস্র প্রতিষ্ঠানে শিক্ষা উৎসব’ কর্মসূচির আয়োজক প্রতিষ্ঠান ফাউন্ডেশন অব এডুকেশনাল ট্রান্সপারেন্সি (এফইটি)-এর জেনারেল সেক্রেটারি জনাব শরীফ মোহাম্মদ সফিকুল আলম এই কর্মসূচি ব্যাপকভাবে সফল দাবি করে ব্যাপক উচ্ছাস প্রকাশ করে বলেন, “উৎসবে শিক্ষার্থীরা এতো ব্যাপকভাবে অংশ নেবে সেটা আমাদের ধারণার বাইরে ছিল। বিশেষ করে ঢাকার বাইরের শিক্ষার্থীদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। রাজধানীর ছেলেমেয়েরা এসব মানসম্মত সৃজনশীল বই হাতের কাছে পেলেও, ঢাকার বাইরের বাচ্চাদের কাছে যেন এগুলো স্বপ্নের মতো ছিল -এমনটাই মনে হয়েছে তাদের বই সংগ্রহের আগ্রহ দেখে। দলে দলে বই কিনে তারা স্কুলে সারিবদ্ধভাবে বসে সেখানেই বইপড়া শুরু করে দিয়েছিল। এ যেন সত্যিই এক অভূতপূর্ব দৃশ্য!”