লিভারপুলের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে হারালো রিয়াল মাদ্রিদ। বাঁ ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে ভিনিসিয়ুস জুনিয়রের। লম্বা সময় মাঠের বাইরে থাকতে হতে পারে এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে। ভিনিসিয়ুসের চোটের ব্যাপারটি জানিয়েছে রিয়াল মাদ্রিদ।
এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, আমাদের মেডিকেল দলের পরীক্ষায় আজ ভিনিসিয়ুসের বাঁ পায়ে হ্যামস্ট্রিং চোট ধরা পড়েছে। তবে সেরে উঠতে কত সময় লাগবে এই সম্পর্কে কিছু জানায়নি ক্লাব।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ভিনিসিয়ুসকে। এই শঙ্কা যদি সত্য হয়, চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের পাশাপাশি পরবর্তী ম্যাচে আগামী ১০ ডিসেম্বর আটালান্টার বিপক্ষেও মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান তারকা ফুটবলার।
গতকাল রাতে লা লিগায় লেগানেসের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায় রিয়াল। ম্যাচে পুরো সময় খেলেছেন ভিনিসিয়ুস। গোলে সহায়তাও করেছেন। এক মাস মাঠের বাইরে থাকলে চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি লা লিগায়ও তিন-চারটি ম্যাচ মিস করতে পারেন ভিনিসিয়ুস।
১ ডিসেম্বর হেতাফে, ৫ ডিসেম্বর আথলেতিক বিলবাও, ৮ ডিসেম্বর জিরোনা ও ১৫ ডিসেম্বর রায়ো ভায়োকানোর মাঠে খেলতে যাবে রিয়াল।
চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন ভিনি। চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচে করেছেন ৪ গোল। লা লিগায় ১৩ ম্যাচে করেছেন ৮ গোল।