ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে অবশেষে যুদ্ধবিরতিতে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়েছে, হিজুবুল্লাহর সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতির অনুমোদন দিতে মঙ্গলবার সন্ধ্যায় তেল আবিবে উচ্চ-পর্যায়ের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তবে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ইসরায়েলের কর্মকর্তারা। তারা বলছেন, ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে শত্রুতা বন্ধ মেনে নিচ্ছে কিন্তু যুদ্ধ নয়।
কর্মকর্তারা আরও বলেন, আমরা জানিনা এই যুদ্ধবিরতি কতদিন টিকবে। এটা এক মাস বা এক বছর টিকতে পারে।
এদিকে লেবানিজ সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে সোমবার বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শিগগিরই যুদ্ধবিরতি ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, আমরা কাছাকাছি কিন্তু সবকিছু সম্পন্ন না হওয়া মানে কিছুই করা হয়নি।
গত বছরের অক্টোবর থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে। এরপর চলতি বছরের সেপ্টম্বর থেকে লেবাননে হামলার পরিমাণ বাড়ায় ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহকে দমন করতে লেবাননে স্থল অভিযানও শুরু করে ইসরায়েল।