ঘরের মাঠে মেয়েদের গুরুত্বপূর্ণ সিরিজ। গেল পরশু ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ওয়ানডে সিরিজে তিন ম্যাচ খেলতে ঢাকায় পা রেখেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আগামী বৃহস্পতিবার এই সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। পরবর্তী দুই ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর।
পুরুষ ক্রিকেটের ব্যাস্ততা নেই মিরপুরে। এনসিএলের ষষ্ঠ রাউন্ডের খেলা চলছে সিলেট, বগুড়া ও কক্সবাজারে এছাড়া জাতীয় দল ব্যাস্ত ওয়েস্ট ইন্ডিজে। আর এই ফাকা সময়ে শের-ই-বাংলা পুরোটাই দখলে নারীদের। শনিবার সকাল থেকেই ব্যাস্ততা দেখা যায় নারীদের। জিম সেশন, তারপর মুল মাঠে গা গরম করতে ফুটবল খেলতে দেখা যায় তাদের পাশাপাশি নেটে ব্যাটিং-বোলিংয়েও নিজেদের ঝালাই করে নেয়। প্রায় তিন ঘণ্টা চলে তাদের এসব। শুধু বাংলাদেশ নয় প্রথমবারের মত দ্বিপাক্ষীক সিরিজ খেলতে বাংলাদেশের আসা আয়ারল্যান্ডও গতকাল দুপুরে প্রথম দিনের অনুশীলন করে।
এদিকে বাংলাদেশের জন্য আসন্ন ওয়ানডে সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ এর সঙ্গে রয়েছে যুক্ত রয়েছে আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার সমীকরণ। বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে জ্যোতিদের ধবলধোলাই করতে হবে আইরিশদের। তবে শুধূ এই সিরিজ নয় টুর্নামেন্টের আগে আরেকটি সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেটিতেও ভালো ফলাফল করতে হবে।