সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

খেলা

প্রথম ম্যাচ হেরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে সমতায় ফিরে টাইগাররা। প্রথম দুই ম্যাচ পর সিরিজে ১-১ সমতা থাকায় আজকের শেষ ম্যাচ হয়ে উঠেছে অনেকটা ‘ফাইনালে’র মতো। সিরিজ নির্ধারণী এই ফাইনালের আগেই দুঃসংবাদ হয়ে এলো টাইগার অধিনায়কের ইনজুরি। কুঁচকির চোটে শারজায় আফগানিস্তানের বিপক্ষে দল থেকে ছিটকে পরলেন শান্ত।

বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় শুরু হবে এই ম্যাচ। গত ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল অধিনায়ক নাজমুলের। ব্যাট হাতে করেছেন ১১৯ বলে ৭৬ রান, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও। কিন্তু সে ম্যাচেই কুঁচকিতে চোট পেয়ে ফিল্ডিংয়ের সময় তাঁকে বসে থাকতে হয় ড্রেসিংরুমে।

এ ধরনের চোট গুরুতর না হলেও সাধারণত সপ্তাহখানেক লেগে যায় পুরোপুরি সুস্থ হতে। তবে গতকাল করানো এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিশ্চিত হয়েছে, নাজমুলের কুঁচকির চোটটা ভালোই গুরুতর। আফগানিস্তানের বিপক্ষে আজকের শেষ ম্যাচে তাই তিনি খেলতে পারবেন না। নাজমুলের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

শুধু আজকের ম্যাচই নয়, এই চোটে শান্ত অনিশ্চিত হয়ে পরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও। দল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ নভেম্বর থেকে শুরু টেস্ট সিরিজে খেলাও আপাতত অনিশ্চিত নাজমুলের। অন্তত প্রথম টেস্টটা যে খেলতে পারছেন না সেটি মোটামুটি নিশ্চিত। কারণ পুরোপুরি সুস্থ না হয়ে খেলতে নামলে চোটের অবস্থা আরও খারাপের দিকে যাওয়ার শঙ্কা থাকবে।

শারজায় আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডের পর হারাতে হয়েছে মুশফিকুর রহিমকে। আঙুলের চোট আফগানিস্তান সিরিজের পরের দুই ওয়ানডে থেকে তো বটেই, অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ছিটকে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই। মুশফিকের পর নাজমুল—ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজের আগে তিন ওয়ানডের ছোট্ট আফগানিস্তান সিরিজে একটু বেশিই বোধ হয় মূল্য দিতে হলো বাংলাদেশ দলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *