গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে পিছু হটলো কাতার

বিশ্ব

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে আপাতত নিজেদের সরিয়ে নিলো কাতার। কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার (১০ নভেম্বর) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামাস ও ইসরায়েল আলোচনার টেবিলে ফিরে আসার আন্তরিক ইচ্ছা দেখালে তারা আবার কাজ শুরু করবে।

দোহায় হামাসের রাজনৈতিক দপ্তরের উপস্থিতি ওয়াশিংটনের কাছে আর গ্রহণযোগ্য নয়- মার্কিন সিনিয়র কর্মকর্তাদের এমন মন্তব্যের পরেই কাতারের পক্ষ থেকে এমন বার্তা এলো।

কাতার তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, আমরা মধ্যস্থতাকারী হিসেবে আলোচনা স্থগিত করেছি এবং দোহায় হামাসের রাজনৈতিক দপ্তর ‘আর তাদের উদ্দেশ্য সাধন করছে না’।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একটি চুক্তিতে পৌঁছানোর শেষ প্রচেষ্টার আগে কাতার দুই পক্ষকে ১০ দিন আগে অবহিত করেছে যে চুক্তি শেষ পর্যন্ত সফল না হলে আমরা মধ্যস্থতাকারী হিসেবে সরে আসবো।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কাতার মধ্যস্থতাকারী হিসেবে আবার আলোচনা শুরু করবে…যখন দলগুলো নৃশংস যুদ্ধের অবসান ঘটাতে তাদের সদিচ্ছা ও গুরুত্ব দেখাবে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা শুক্রবার রয়টার্সকে বলেছেন, জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য প্রস্তাবগুলো বারবার প্রত্যাখ্যান করার পর এর (হামাসের) নেতাদের যুক্তরাষ্ট্রের কোনো অংশীদার (দেশের) রাজধানীতে আর স্বাগত জানানো উচিত নয়। কয়েক সপ্তাহ আগে হামাস আরেকটি জিম্মি মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আমরা এটি কাতারকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *