হোয়াইট হাউজের দায়িত্ব এবার কার কাঁধে যাচ্ছে?

বিশ্ব

আগামীকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুরো বিশ্ব নজর রাখছে মার্কিন নির্বাচনের ওপর। বিভিন্ন জরিপের আভাস বলছে, এবারে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেউ নিশ্চত করে বলতে পারছেন না- হোয়াইট হাউজের দায়িত্ব এবার কার কাঁধে যাচ্ছে। তবে নতুন এক জরিপে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন রিপাবলিকানরা।  

‘অ্যাটলাসইনটেলের’ সর্বশেষ জরিপে বলা হয়েছে, ‘সুইং স্টেট’ নামে সাতটি অঙ্গরাজ্যে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জরিপে অংশ নেওয়া ৪৯ শতাংশ জানিয়েছেন যে তারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন। ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে ১ দশমিক ৮ শতাংশ ভোটে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

জরিপটি চলতি মাসের প্রথম দুইদিনে করা হয়েছে। এতে অন্তত ২ হাজার ৫০০ ভোটার অংশ নিয়েছেন। এদের বেশিরভাগই নারী ভোটার। সুইং স্টেটগুলোতে যে প্রার্থী এগিয়ে থাকবেন তিনিই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মসনদে বসবেন বলে অনেকটা স্পষ্ট।

আরেক জরিপে দেখা গেছে, অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া এবং উইসকনসিনে- এই সাত সুইং স্টেটেই জয় পেতে যাচ্ছেন ট্রাম্প। অ্যারিজোনায় ট্রাম্প ৫১ দশমিক ৯ ভোটারের সমর্থন পেয়েছেন। অন্যদিকে হ্যারিসকে ৪৫ দশমিক ১ শতাংশ ভোটার চান।

নেভাদাতেও ৫১ দশমিক ৪ শতাংশ ভোটার ট্রাম্পকে পছন্দ করেছেন এবং হ্যারিসকে করেছে ৪৫ দশমিক ১ শতাংশ। নর্থ ক্যারোলিয়ান ট্রাম্পের পক্ষে ৫০ দশমিক ৪ শতাংশ সমর্থন অন্যদিকে হ্যারিসের পক্ষে ৪৬ দশমিক ৮ শতাংশ ভোটারের সমর্থন।

গত সপ্তাহে প্রকাশিত রয়টার্সের জরিপে বলা হয়েছে, ডেমোক্রেট প্রার্থী কমলা ও ট্রাম্পের ব্যবধান মাত্র এক শতাংশ। কমলা হ্যারিসকে সমর্থন ৪৪ শতাংশের এবং ট্রাম্পকে পছন্দ ৪৩ শতাংশের।

গত জুলাই থেকে কমলা হ্যারিস যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে যোগ দেন তখন থেকে রয়টার্সের প্রতিটা জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন কমলা হ্যারিস। কিন্তু গত সেপ্টেম্পরের শেষ দিক থেকেই জরিপগুলোতে দেখা যায়, কমলা হ্যারিসের সমর্থন কমতে শুরু করে।

এদিকে বিবিসির যুক্তরাষ্ট্র স্পেশাল করেসপন্ডেন্ট কাট্টি কে লিখেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা সাতটি ব্যাটলগ্রাউন্ড রাজ্যের ছয়টিতে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *