যৌথবাহিনীর অভিযানে টিসিবির পণ্য জব্দ লালবাগে , গ্রেপ্তার ৪

বাংলাদেশ

রাজধানীর লালবাগে নবাবগঞ্জ বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এক ট্রাক পণ্য জব্দ করেছে যৌথবাহিনী। এসব পণ্য অবৈধভাবে মজুত রেখে খোলা বাজারে বিক্রির অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ এই অভিযানে।

রোববার (২৭ অক্টোবর) রাতে সেনাবাহিনীর অজেয় চার (৪ বীর) এর মেজর ইয়াহিয়ার নেতৃত্বে নবাবগঞ্জ বাজারের একটি গুদামে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় দুই লিটারের মোট ৬৫০ বোতল সয়াবিন তেল এবং ১ হাজার ৩৪০ কেজি ডাল জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ৩ লাখ ২৯ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনীর অজেয় চার (৪ বীর) এর মেজর আবু সালেহ মো. ইয়াহিয়া জানান, টিসিবির পণ্য মজুদের সংবাদে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে তেল ও ডাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে লালবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি জানান, একটি ডিলারের মাধ্যমে কিছু অসাধু ব্যক্তি টিসিবির পণ্য বেশি দামে খোলা বাজারে বিক্রি করে আসছিল। চক্রের সঙ্গে আরও যারা আছে তাদেরও আইনের আওতায় আনা হবে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কেউ যেন কোনও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সেনাবাহিনীর যৌথ অভিযান চলমান থাকবে বলেও জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।

থানা সূত্রে জানা যায়, টিসিবির লাইসেন্সপ্রাপ্ত ডিলার রাসেলের নামে আনা এসব পণ্য অবৈধভাবে মজুত করা হয়েছে। এ ব্যাপারে ডিলারসহ অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *