তিন উইকেটে ১০১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশ শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে। তার পর অভিষিক্ত জাকেরকে সঙ্গে জুটি গড়েন মেহেদি হাসান মিরাজ। তাদের অবিচ্ছিন্ন জুটিতে ইনিংস হারের শঙ্কা দূর করেছে বাংলাদেশ। ৬ উইকেটে ২০১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে সিমন্সের শিষ্যরা।
ষষ্ঠ উইকেট হিসেবে লিটন যখন আউট হয় তখনো দক্ষিণ আফ্রিকার চেয়ে ৯০ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। জেগেছিল ইনিংস হারের শঙ্কা। তবে জাকের আলীকে সঙ্গে নিয়ে সেই শঙ্কা দূর করেন মেহেদি হাসান মিরাজ। তাদের অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটিতে ১ রানে পিছিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। মিরাজ ব্যাটিং করছেন ৫৫ রান নিয়ে। জাকের অপরাজিত আছেন ৩০ রানে।
দলের প্রয়োজনে জ্বলে উঠে টেস্ট ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নিয়েছেন মিরাজ। ৭ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান এই অলরাউন্ডার।
আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম দিনের শুরুতে আউট হয়েছেন রাবাদার বলে। রিভিউ নিয়ে লিটনকে ফিরিয়েছেন কেশব মহারাজ।