মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে যে অ্যান্টি মিসাইল সিস্টেম পাঠানো হয়েছে তা ইসরায়েলে বসানো হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তবে এ নিয়ে আর বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা বৈরুত এবং লেবাননের দক্ষিণাঞ্চলে আরও বিমান হামলা চালিয়েছে।
লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, হিজবুল্লাহকে সমর্থন যোগায় এমন একটি ব্যাংকের কয়েকটি শাখায়ও হামলা করা হয়েছে। এর মধ্যে বৈরুতের দক্ষিণে দাহিয়েহ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে অস্ত্র ও বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করে আসছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি ও বিভিন্ন যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে মার্কিন বাহিনী।
এ ছাড়া সাম্প্রতিক সময় ইরানের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছানোর পর ইসরায়েলে আরও সমরাস্ত্র পাঠায় মার্কিন প্রশাসন।