নারী বিশ্বকাপে জমে উঠেছে লড়াই

খেলা

একটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেই লক্ষ্য পূরণ হয় নিগার সুলতানা জ্যোতিদের। এরপরে গেল চার আসরের হতাশা ভর করে তাদের ওপরে। পরপর তিন হারে প্রথম পর্বের ঐ একটি জয় নিয়েই বিদায় হয় বাংলাদেশের। চার বিশ্বকাপে কোনো ম্যাচে জয় তুলে নিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। 

এবার সেটি থেকে ব্যতিক্রম হলেও হারের যন্ত্রণা পিছু ছাড়েনি। তবে টাইগ্রেসদের বিদায় হলেও বাকিরা জমিয়ে তুলেছেন লড়াই। ‘এ’ গ্রুপ থেকে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়েছে। তারা কোনো ম্যাচে জয় তুলে নিতে পারেনি। এই গ্রুপে অস্ট্রেলিয়া ও ভারত স্বপ্ন দেখছে সেমিফাইনালে খেলার। অস্ট্রেলিয়া সুবিধাজনক অবস্থানে থাকলেও হারমানপ্রীত কররা রয়েছেন কিছুটা বিপদে। দলটির কাঁধে নিঃশ্বাস ফেলছে নিউজিল্যান্ড। শেষ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড জয় পেলে তখন ভারতের সমীকরণ কিছুটা কঠিন হবে। সামনে আসবে রানরেটের হিসাব।

অন্যদিকে এই গ্রুপে কাগজে-কলমে টিকে রয়েছে পাকিস্তান। তবে তাদের জন্য শেষ চারের রাস্তাটা অনেক কঠিন। আজকের ম্যাচ শেষেই সেটি পরিষ্কার হবে। ‘বি’ গ্রুপে স্কটল্যান্ডের পরে বাংলাদেশের বিদায় হয়েছে। এবার ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ইংলিশরা ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট তুলে টেবিলের শীর্ষে রয়েছে।

দ. আফ্রিকা দ্বিতীয় অবস্থানে থাকলেও তাদের চেয়ে থাকতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচের দিকে। এই ম্যাচে উইন্ডিজরা জয় পেলে সেরা দুইয়ে উঠে যাবে তারা। সেক্ষেত্রে ইংল্যান্ড ও দ. আফ্রিকার থেকে যারা রানরেটে এগিয়ে থাকবে তারাই খেলবে সেমি। গ্রুপ পর্বে শেষদিকে এসে প্রতিটি ম্যাচই ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এখানে টেবিল টপার কিংবা দুই-তিন নম্বরে কারা রয়েছে, সেটি অনেকটাই অপ্রাসঙ্গিক। একটি ম্যাচেই এলোমেলো হয়ে যেতে পারে সব হিসাব। তাই আজ ও আগামীকালের ম্যাচে চোখ রয়েছে ক্রিকেট বোদ্ধারা। আগামী ১৭ ও ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে সেমির দুই ম্যাচ। এরপরে বিশ্বকাপের ফাইনাল গড়াবে ২০ অক্টোবরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *