আর বাকি ২৬ দিন, নির্বাচন নিয়ে রয়টার্স পরিচালিত জরিপে যা জানা গেল

বিশ্ব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে ব্যবধান কমিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স/ইপসসের নতুন জরিপে দেখা গেছে, কমলার সঙ্গে ট্রাম্পের ব্যবধান কমে ৩ শতাংশে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরে এই ব্যবধান ছিল ৬ শতাংশ। রয়টার্স/ইপসস পরিচালিত চার দিনের জরিপটি শেষ হয়েছে গত সোমবার।

নতুন এই জরিপে দেখা গেছে, কমলার প্রতি ৪৬ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে এবং ট্রাম্পের প্রতি সমর্থন রয়েছে ৪৩ শতাংশের। অথচ গত ২০ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত একই সংস্থার পরিচালিত জরিপে কমলার চেয়ে ৬ শতাংশ পয়েন্টে পিছিয়ে ছিলেন ট্রাম্প। মূলত এবার বেশ কিছু অর্থনৈতিক বিষয়ের কারণে ট্রাম্পকে সমর্থন দিয়েছেন ভোটাররা। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীরা অপরাধের দিকে ঝুঁকে পড়েছে বলে ট্রাম্প যে মন্তব্য করেছেন, এ কারণে অনেক ভোটার তাঁকে সমর্থন দিয়ে থাকতে পারেন বলে মনে করেন বিশ্লেষকরা।

এ কারণে আগামী ৫ নভেম্বরের নির্বাচনের দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। জরিপে অর্থনীতিকেই শীর্ষে রেখেছেন ভোটাররা। জরিপে অংশ নেওয়া ভোটারদের ৪৪ শতাংশ বলেছেন, জীবনযাত্রার ব্যয় প্রসঙ্গে কথা বলার ক্ষেত্রে ট্রাম্প পারদর্শিতা দেখিয়েছেন। আর কমলার ক্ষেত্রে একই কথা বলেছেন ৩৮ শতাংশ ভোটার।

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টকে যেসব অর্থনৈতিক সমস্যা মোকাবেলা করতে হবে, এর মধ্যে জীবনযাত্রার ব্যয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন ৭০ শতাংশ ভোটার। চাকরির বাজার, কর ও অর্থনৈতিকভাবে ভালো জীবনযাপনের বিষয়ে কমলার চেয়ে ট্রাম্পকে সামান্য ব্যবধানে এগিয়ে রেখেছেন ভোটাররা।

তবে ৪২ শতাংশ ভোটার মনে করেন, ধনী ও সাধারণ মার্কিন নাগরিকের মধ্যকার পার্থক্য তুলে ধরার ক্ষেত্রে কমলাই ভালো প্রার্থী; আর এ ক্ষেত্রে ট্রাম্পকে যোগ্য মনে করেন ৩৫ শতাংশ ভোটার।

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা অভিবাসীরা জননিরাপত্তার জন্য হুমকি—এই মন্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন ৫৩ শতাংশ ভোটার। দ্বিমত করেছেন ৪১ শতাংশ ভোটার।

যদিও গত মে মাসের রয়টার্স/ইপসসের জরিপে এই বিষয়ে ভোটারদের ব্যবধান ছিল মাত্র ১ শতাংশ; ৪৫ শতাংশ এই বক্তব্যের সঙ্গে একমত এবং ৪৬ শতাংশ দ্বিমত করেছিলেন।

গত জুলাইয়ে কমলা ডেমোক্র্যাট পার্টির জ্যেষ্ঠ নেতাদের সমর্থন পাওয়ার পর থেকে পরিচালিত ছয়টি জরিপের সব কটিতে তিনি ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন। আগামী নির্বাচনে যাঁদের ভোট দেওয়ার সম্ভাবনা বেশি, এমন ভোটারদের মধ্যে জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে ২ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন কমলা। এ ক্ষেত্রে ট্রাম্প ৪৫ শতাংশ এবং কমলা ৪৭ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন।

এ ছাড়া জরিপে অংশ নেওয়া বেশির ভাগ ভোটার কমলাকে ট্রাম্পের চেয়ে মানসিকভাবে বেশি শক্তিশালী মনে করেন। ৫৫ শতাংশ ভোটার মনে করেন, কমলা মানসিকভাবে শক্তিশালী এবং চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। ট্রাম্পের ক্ষেত্রে এমনটা মনে করেন ৪৬ শতাংশ ভোটার।

সূত্র : রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *