ভারতের রান পাহাড়ে চাপা পড়ছে বাংলাদেশ

Uncategorized খেলা

চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় ভারত। জবাবে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ২২৭ রানের লিড নিয়ে ব্যাট করতে শিবমন গিল ও রিষভ পন্থের ব্যাটে ভর করে ৪৩২ রানের বড় লিড পেয়েছে ভারত। সেঞ্চুরির অপেক্ষায় আছেন এই দুই ব্যাটার।

গিল ৬৪ বলে ৩৩ ও পন্থ ১৩ বলে ১২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। এ দিন টাইগার বোলারদের কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। বেশ আগ্রাসী ব্যাটিং করতে থাকেন পন্থ।

সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন গিল। তার পরেই ফিফটির দেখা পান পন্থ। ফিফটির আরও আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটার। মাঝে সাকিবের বলে পন্থের ক্যাচ মিস করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শেষ পর্যন্ত ৫১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে ভারত। গিল ১৩৭ বলে ৮৬ ও পন্থ ১০৮ বলে ৮২ রানে অপরাজিত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *