সবশেষ স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ট্রাভিস হেড। আর একবার ব্যাট হাতে ঝড় তুললেন এই অজি ব্যাটার। তার ব্যাটিংয়ে তাণ্ডবে এবার ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া।
বুধবার (১১ সেপ্টেম্বর) সাউদাম্পটনের দ্য রোজ বোল স্টেডিয়ামে ইংলিশদের ২৮ রানে হারিয়েছে অজিরা। এই জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
টস হেরে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত শুরু এনে দেন দুই অজি ওপেনার ম্যাথুউ শর্ট ও হেড। ইংলিশ বোলারদের ওপর চড়াও হন এই দুই ওপেনার। মাত্র ২৩ বলে ৫৯ রানে ঝড়ো ইনিংস খেলেন হেড।
ভালো শুরু পেলো হঠাৎ ধস নামে অজি ব্যাটিং লাইনে। যার কারণে ১৯ ওভার ৩ বলে ১৭৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। শর্ট ২৬ বলে ৪১ ও জস ইংলিশ করেন ২৭ বলে ৩৭ রান।
১৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপের মুখে পড়ে ইংলিশ ব্যাটাররা। ১৯ ওভার ২ বলে ১৫১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। দলের পক্ষে লিয়াম লিভিংস্টোন ২৭ বলে করেন ৩৭ রান। এছাড়া ফিল সল্ট করেন ১২ বলে ২০ রান। অস্ট্রেলিয়ার পক্ষে শেন অ্যাবোর্ট নেন ৩টি উইকেট।