খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে পুনর্বাসন

বাংলাদেশ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির বন্যার্ত ১০ পরিবারকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে পুনর্বাসন ও ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এসব ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণের ঢেউটিন তুলে দেন অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবুল হাসনাত জুয়েল পিএসসি, জোন উপ অধিনায়ক মেজর মো. সিদ্দিকুল ইসলাম পিএসসি, অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা মো. রাশেদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্য মো. মোবারক হোসেন প্রমুখ।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক মোবারক হোসেন জানান, জেলা সদরের শান্তি নগর, উত্তর গঞ্জপাড়া, কালাডেবা, শব্দমিয়া পাড়ার বন্যায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে পুনর্বাসনের অংশ হিসেবে গৃহনির্মাণ সামগ্রী হিসেবে উন্নতমানের ঢেউটিন বিতরণ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। প্রতিটি পরিবারকে ১২টি করে ঢেউটিন প্রদান করা হয়।

ঘর নির্মাণে আরও সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *