রোববার (২৫ আগস্ট) ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। বল দখল থেকে শুরু করে আক্রমণ, সব জায়গাতেই এগিয়ে ছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের ৯ মিনিটে আন্টোনিও রুডিগার উঁচু করে বল বাড়ান বক্সে, প্রথম স্পর্শেই হাফ ভলি নেন এমবাপ্পে। তবে তা ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।
পাল্টা আক্রমণে ১৬ মিনিটে দারুণ একটি সুযোগ তৈরি করে ভাইয়োদালিদ। বক্সের বাইরে থেকে ডারউইন মাচিসের শট রিয়ালের এক ডিফেন্ডারের পায়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। এরপর একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি কেউ। শেষ পর্যন্ত গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০ মিনিটে গোলের দেখা পায় রিয়াল। ফ্রি কিক থেকে ভালভার্দের নেওয়া জোড়ালো নিচু শটে বল জড়ায় জালে। লিড নিয়ে আরও আক্রমণাত্নক হয়ে খেলতে থাকে রিয়াল।
এরপর ম্যাচের ৮৮ মিনিটে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন দিয়াজ। আর যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে ভাইয়োদালিদের কফিনে শেষ পেরেক ঠোকেন এন্ড্রিক। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।