নসরুল হামিদের ‘প্রিয় প্রাঙ্গণে’ বিদেশি মূদ্রা, পিস্তল-গুলিসহ আরও যা মিললো

বাংলাদেশ

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর ‘প্রিয় প্রাঙ্গণ’ ভবনে রাতভর অভিযান চালিয়েছে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে এখন পর্যন্ত ভবন থেকে ১ কোটি ৫১ হাজার টাকা, ৫১০ তুর্কি লিরা, ২০০ পাউন্ড, একটি পিস্তল, দুটি ম্যাগজিন এবং ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করেন সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা। অভিযান চলে দুপুর ২টা পর্যন্ত।

অভিযানের শুরুতেই সেখানে উপস্থিত হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক ছাড়াও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

নসরুল হামিদের এই বাড়ি থেকে ছাত্র-জনতার আন্দোলন দমাতে বিপুলসংখ্যক অর্থের যোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন নুর।

এর আগে গতকাল মঙ্গলবার নসরুল হামিদ বিপুর ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তার পরিবারের সদস্য ও মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা ও ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *