বৃষ্টি বাগড়ার পর শুরু হয়েছে বাংলাদেশ–পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। বুধবার (২১ আগস্ট) রাওয়ালপিন্ডিতে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ব্যাট করতে নেমে টাইগার পেসারদের বোলিং তোপে ধুঁকছে পাকিস্তান।
বৃষ্টি বাগড়ার পর খেলা শুরু হয় সাড়ে ৩টায়। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই পাক ওপেনার আব্দুল্লাহ শফিককে সাজঘরে ফেরান টাইগার পেসার হাসান মাহমুদ। ১৪ বলে ২ রান করে আউট হন আব্দুল্লাহ।
তার বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক শান মাসুদ। আরেক ওপেনার সায়েম আয়ুবকে সঙ্গে নিয়ে শুরু ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন পাক অধিনায়ক। তবে পাকিস্তান শিবিরে দ্বিতীয় আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম।
দলীয় ১৪ রানে ১১ বলে ৬ রান করে আউট হন মাসুদ। এরপর ক্রিজে আসা বাবর আজমক নিজে দ্বিতীয় শিকারে পরিণত করেন শরিফুল। রানের খাতা খোলার আগেই লিটন দাসের উড়ন্ত ক্যাচে সাজঘরে ফিরে যান বাবর। ৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৩ রান সংগ্রহ করেছে পাকিস্তান।