বাংলাদেশ–পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে দিয়েছে বৃষ্টি বাগড়া। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা ছিল। ভেজা আউটফিল্ডের কারণে তা হয়নি। অবশেষে দুপুর ৩টায় টস হয়েছে। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
খেলা শুরু হবে সাড়ে ৩টায়। বৃষ্টির কারণে টস ছাড়াই মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল দু’দল। নতুন করে বৃষ্টি বাগড়া না দিলে কিংবা আলোকস্বল্পতা জনিত কোনো সমস্যা না হলে আজ ৪৮ ওভার খেলা হওয়ার কথা রয়েছে। চা-বিরতি হবে ৫টা ২০ মিনিটে।
চোটে পড়া ওপেনার মাহমুদুল হাসান জয়ের জায়গায় একাদশে এসেছেন সাদমান ইসলাম। এছাড়া তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে আছেন নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ।