বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে গুলিবিদ্ধ হয়ে চোখ হারাতে বসেছেন শিক্ষার্থী আল মেরাজ। ১৯ জুলাই রাজধানীর নয়াপল্টনে গুলিবিদ্ধ হন তিনি। মেরাজ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলোজি বিভাগের ছাত্র। তার বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা থানার চন্ডিপুর গ্রামে।
জানা যায়, ১৯ জুলাই নয়াপল্টন মোড়ে মিছিলে অংশ নিলে পুলিশের কাঁদানে গ্যাস ও ছররা গুলিতে মারাত্মকভাবে আহত হন মেরাজ। পরে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের পর চোখ থেকে একটি গুলি বের করা হয়। তবে এখনো আরেকটি গুলি চোখের ভিতরে থাকতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকেরা।
এ সময় আকুতি করে মেরাজ বলেন, আমি পৃথিবীর আলো দেখতে চাই, আমি বাচঁতে চাই। আমি কোন অন্যায় করিনি, আমার সঙ্গে কেনো এমন হলো?
জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডা. নেয়াজ রহমান জানিয়েছেন, মেরাজের চোখে এখনো বুলেট থাকতে পারে। সেগুলো বের করতে সময় লাগবে। কিন্তু চোখ দুটি আবার আগের অবস্থায় ফিরবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।