রাবিতে ক্লাস-পরীক্ষা শুরুর দাবি

বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গত ৮ আগস্ট থেকে এ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন ৭৫ প্রশাসক ও কর্মকর্তা পদত্যাগ করেছেন। ফলে প্রশাসনিকভাবে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টি। তাই সরকার ক্লাস-পরীক্ষা শুরু আদেশ করলেও রাবিতে এখনো শুরু হয়নি ক্লাস-পরীক্ষা।

মঙ্গলবার (২০ আগস্ট) ক্লাস-পরীক্ষা শুরু করার দাবিতে সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উর্দু বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, আমাদের ক্যাম্পাস এখন সম্পূর্ণ নিরাপদ। তাই আমাদের ক্লাস ও পরীক্ষা শুরু করতে কোনো বাধা নেই। খুব দ্রুতই আমাদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *