সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গত ৮ আগস্ট থেকে এ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন ৭৫ প্রশাসক ও কর্মকর্তা পদত্যাগ করেছেন। ফলে প্রশাসনিকভাবে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টি। তাই সরকার ক্লাস-পরীক্ষা শুরু আদেশ করলেও রাবিতে এখনো শুরু হয়নি ক্লাস-পরীক্ষা।
মঙ্গলবার (২০ আগস্ট) ক্লাস-পরীক্ষা শুরু করার দাবিতে সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আরিফ ফয়সাল বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকা সত্ত্বেও আইন অনুযায়ী বিভাগীয় চেয়ারম্যান ক্লাস শুরু করতে পারবেন। আমরা ইতোমধ্যে সেশনজটে আছি। করোনার ধকল থেকে বিভাগগুলো এখনো বের হতে পারেনি।
উর্দু বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, আমাদের ক্যাম্পাস এখন সম্পূর্ণ নিরাপদ। তাই আমাদের ক্লাস ও পরীক্ষা শুরু করতে কোনো বাধা নেই। খুব দ্রুতই আমাদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করতে হবে।