‘নগর বাউল’ খ্যাত জেমস বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যান্ড তারকা। তার গাওয়া বহু গান কয়েক দশক ধরে শ্রোতাদের হৃদয় জয় করে আছে। জেমসের কালজয়ী গানের মধ্যে একটি হলো প্রিন্স মাহমুদের লেখা ‘বাংলাদেশ’ গানটি। এ গানটি নিয়ে ইতোমধ্যেই বেশ আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে গানটির লিরিক্সে ‘শহীদ জিয়া’র নাম থাকাতেই কি বিগত ৮ বছর ধরে কোনো কনসার্টে গানটি গাইতে পারেননি জেমস?
এবার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন।
রবিন বলেছেন, ‘এমন বাধার কথা আমরা কখনো শুনিনি। এগুলো আমরা জানি না। যারা লিখেছেন, তাদের জিজ্ঞেস করা উচিত। আমরা যদি বলতাম, তাহলে সেটা এলিগেশন হতো। আমরা তো কখনো বলিনি।
একই সঙ্গে রবিন আরও জানিয়েছেন, দেশ এখন ক্রান্তিলগ্নে আছে। ছোটখাটো বিষয়গুলো বড় করে না দেখাই ভালো। দেশকে নিয়ে আমাদের ভাবতে হবে।
‘বাংলাদেশ’ গানটির গীতিকার ও সুরকার কিংবদন্তি সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ। গানটি দেশ ও দেশের বাইরে ব্যাপক জনপ্রিয়।