ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন থানায় অগ্নিসংযোগের কারণে ২৪টি থানার প্রশ্নপত্র পুড়েছে। তবে উত্তরপত্র অক্ষত রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির থেকে এমন তথ্যই জানানো হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার গতকাল ইত্তেফাককে জানান, কোন থানায় প্রশ্নপত্র পুড়েছে এমন তথ্য চেয়ে আমরা সব বোর্ডকে চিঠি দিয়েছিলাম। তথ্যে দেখা গেছে, মোট ২৪টি থানায় থাকা এইচএসসি পরীক্ষার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কোথাও উত্তরপত্র পোড়েনি, সেগুলো অক্ষত আছে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, সব থানায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্রসহ গোপনীয় মালামাল রাখা হয় না।
গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।
সূচি অনুযায়ী, এখনো ১৩ দিনের মোট ৬১টি বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি রয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর থেকে এই পরীক্ষার সূচি দেওয়া হয়েছে।