চাঁদাবাজি ও একচেটিয়া ব্যবসা বন্ধ করা হবে : ড. সালেহউদ্দিন

বাংলাদেশ

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে সাধারণ মানুষদের নাগালে নিয়ে আসতে চাঁদাবাজি ও একচেটিয়া ব্যবসা বন্ধ করা হবে। এরপর রপ্তানি বহুমুখীকরণে জোর দেওয়া হবে।

আজ রবিবার (১৮ আগস্ট) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয় সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন সহ  বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের যে সংকট আছে ; এসব নিয়েও কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়।’ তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার তাগিদ প্রদান করেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের।

বাজার ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘সরবরাহ লাইনে যে ধাপে ধাপে চাঁদাবাজি হয়, এগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *