স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা করছেন তথ্য উপদেষ্টা

বাংলাদেশ

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা করছেন অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে উদ্যোগ নেবেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর আজ রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তর প্রধানের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। সেখানে একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

স্টেক হোল্ডারদের সাথে এ নিয়ে আলোচনা করবো। গণমাধ্যমকর্মী আইন-সহ সংশ্লিষ্ট আইনে সমস্যা থাকলে সেটি সংস্কারের পাশাপাশি সেন্সরবোর্ড পুনর্গঠন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *