স্থগিত এইচএসসি পরীক্ষা না নেওয়ার দাবি

বাংলাদেশ

স্থগিত পরীক্ষা না নেওয়াসহ চার দফা দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা।

শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টার দি‌কে চার দফা দাবি নিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মু‌জিব সড়‌কে মানববন্ধন করেন তারা। মানববন্ধন কর্মসূচি শেষে একটি বি‌ক্ষোভ মিছিল বের করা হয়।

তাদের চার দাবি হলো, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক প্রণীত রুটিন যা ১৫ আগস্ট প্রকাশিত হয় তা প্রত্যাখ্যান, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট দেওয়া, আসন্ন সব পরীক্ষা বাতিল করা, ঢাকা ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারসহ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সব সদস্যের পদত্যাগ।

এ সময় বক্তব্য দেন সরকারি রাজেন্দ্র কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী রাশেদুল মৃধা, মোহাম্মদ সিজান, সকাল আবরার, ইশরাত জাহান ঐশী, মেহেদী হাসান রুমী, জায়েদ আহমেদ ও মোহাম্মদ নাঈমসহ অনেকে।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু পরে জানানো হয় ১১ আগস্ট পরীক্ষা হচ্ছে না।

শিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছিলো, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হওয়া হামলায় প্রশ্নপত্র রাখা ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য ১১ আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল। এখন প্রায় এক মাস পর ১১ সেপ্টেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে।

নতুন সূচি অনুযায়ী ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত হওয়া লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। লিখিত শেষে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *